৳ ৮০০ ৳ ৭২০
|
১০% ছাড়
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
শুনলে অসম্ভব অভাবনীয় অবিশ্বাস্য মনে হয় কিন্তু তবু ঘটে। কামনা-বাসনা-লালসার আগুনে সমাজের লঙ্ধ প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত মানুষও কখনও কখনও হিতাহিত জ্ঞান হারিয়ে কন্যাসমা ক্েহভাজনদের সর্বনাশ করতে দ্বিধা করেন না। সেইরকমই একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা এ-ডি-সি। কুটনৈতিক জগতের পটভূমিকায় লেখা ভারতীয় সাহিত্যে প্রথম উপন্যাস ডিপ্লোম্যাট-এর পটভূমিকা ভারত- পাকিস্তান। দেশ দ্বিখণ্ডিত হওয়ার সময় দাউ দাউ করে জ্বলে উঠেছিল পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান। এক দল উন্মত্ত সাম্প্রদায়িক মানুষ জ্বালিয়ে-পুড়িয়ে দেয় হিন্দুদের ঘরবাড়ি ও সর্বনাশ করে অসংখ্য মেয়ের। তারই মধ্যে শুভবুদ্ধিসম্পন্ন মৈনুলের পরিবারে সসন্মানে আশ্রয় পায় ঘনিষ্ঠ বন্ধু তরুণের প্রেয়সী ইন্দ্রানী। তারপর একদিন লন্ডনে অভাবনীয়ভাবে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের তরুণের সঙ্গে ইন্দ্রানীর মিলন হয় পাকিস্তান ফরেন সার্ভিসের মৈনুলের বাড়িতে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের প্রিয় ছিল এই ডিপ্লোম্যটি'। অত্যন্ত বিশ্বাসী, দায়িত্বশীল ও মালিকের পরিবারের প্রিয় ড্রাইভার দুর্ঘটনায় দুটি পা হারানাের পর শুধু তার রােজগারের ব্যবস্থাই করা হল না, তার মেয়েকে নিজেদের বাড়িতে পরম ক্নেহে ভালবাসায় মানুষ করা হয়। রূপে-গুণে শ্রদ্ধায়-ভক্তিতে বিদ্যা-বুদ্ধিতে সােনালী হয় ওই দম্পতির পরম নির্ভরযােগ্যা। তারপর খােকন সােনালীকে বিয়ে করার প্রস্তাব করতেই বিদ্রোহ করেন ওর বাবা-মা। কী? বিহারী ড্রাইভারের মেয়েকে বিয়ে করবি? অসম্ভব। পরিণতি? ইউনাইটেড নেশনস্-এ কর্মরতা কবিতা চৌধুরী সত্যি অনন্যা কিন্তু তার অনেক জ্বালা, অনেক দুঃখ। বহু গুণী-মানী গণামান্য মানুষের বিরুদ্ধে তার অনেক অভিযােগ। অনেক অভিমান। তারই কাহিনি প্রিয়বরেফু। প্রেম-ভালােবাসা কখন কীভাবে কার জীবনে আসবে, তা ভাবা যায় না কিন্তু তবু অপ্রত্যাশিতভাবে প্রকাশ হয় ব্যাচেলার জার্নালিস্টকে রঞ্জনার ভালােবাসার কথা। যে কাহিনির শুরু লম্ভনের অক্সফোর্ড স্ট্রিট টিউব স্টেশনে, তার পরিণতি দিল্লিতে। এক নিশ্বাসে পড়ার মতাে সেই কাহিনি নিয়েই ব্যাচেলার।
Title | : | পাঁচটি রোম্যান্টিক উপন্যাস |
Author | : | নিমাই ভট্টাচার্য |
Publisher | : | দে’জ পাবলিশিং |
ISBN | : | 9788129508966 |
Edition | : | 2016 |
Number of Pages | : | 471 |
Country | : | India |
Language | : | Bengali |
বাংলা সাহিত্যের এই খ্যাতিমান ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য ১৯৩১ সালের ১০ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। নিমাই ভট্টাচার্য বাংলাদেশের বগুড়া জেলার কালীতলার বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা দীপ্তি ভট্টাচার্যকে বিবাহ করেন। কলকাতার টালিগঞ্জের শাশমল রোডের বাসায় বসবাস করতেন তিনি। শিক্ষাজীবন: নির্মম অদৃষ্ট সাড়ে তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। পিতার সীমিত আয়ে অকল্পনীয় দুঃখ কষ্ট অভাব অভিযোগের মধ্যে ভর্তি হলেন কলকাতা কর্পোরেশন ফ্রি স্কুলে। কলকাতা রিপন স্কুলে কিছুদিন তিনি পড়াশুনা করার পর যশোরে ফিরে আসেন। ১৯৪১ সালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশনে চতুর্থ শেণীতে ভর্তি হন এবং নবম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশুনা করেন। তাঁর পিতা সুরেন্দ্রনাথ বাবুও এক সময় সম্মিলনী ইনস্টিটিউশনের ছাত্র ও পরবর্তীতে শিক্ষক ছিলেন। দেশ বিভাগের পর নিমাই ভট্টাচার্য পিতার সঙ্গে কলকাতায় চলে যান এবং পুনরায় কলকাতায় রিপন স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি কলকাতা রিপন কলেজে ভর্তি হন এবং রিপন কলেজ থেকে আই. এ পাশ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২ সালে তিনি বি. এ পাশ করেন। সাংবাদিকতার মাধ্যমেই তাঁর কর্মজীবন শুরু হয়। কিন্তু প্রথম অবস্থায় সেখানেও তিনি ভাগ্যের বিড়ম্বনার স্বীকার হন। নিমাই ভট্টাচার্যের সাহিত্য চিন্তা তাঁর জীবনচর্চার একান্ত অনুগামী হয়ে দেখা দিয়েছে। ১৯৬৩ সালে তাঁর লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং সাহিত্যামোদীদের নিকট ব্যাপক প্রশংসা অর্জন করে। পরবর্তীকালে ‘রাজধানী নৈপথ্য’ রিপোর্টার. ভি. আই. পি এবং পার্লামেন্ট স্টীট নামক চারখানি উপন্যাস ঐ একই পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সাংবাদিকতার পাশাপাশি নিমাই ভট্টাচার্য পূর্ণোদ্যমে আরো আরো উপন্যাস লেখা শুরু করেন। ‘মেমসাহেব’, ‘ডিপেস্নাম্যাট’, ‘মিনিবাস’, ‘মাতাল’, ‘ইনকিলাব’, ‘ব্যাচেলার’, ‘ইমনক্যলাণ’, ‘ডিফেন্স’, ‘কলোনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘কেরানী’, ‘ভায়া ডালহৌসী’, ‘হকার্স কর্নার’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘নিমন্ত্রণ’, ‘নাচনী’, ‘অ্যাংলো ইন্ডিয়ান’, ‘ডার্লিং’, ‘ম্যাডাম’, ‘ওয়ান আপ-টু-ডাউন’, ‘গোধুলিয়া’, ‘প্রিয়বরেষু’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘মোগল সরাই জংশন’, ‘ইওর অনার’, ‘ককটেল’, ‘অনুরোধের আসর’, ‘যৌবন নিকুঞ্জে’, ‘শেষ পরানির কড়ি’, ‘হরেকৃষ্ণ জুয়েলার্স’, ‘পথের শেষে’ প্রভৃতি প্রকাশিত উপন্যাসগুলি উল্লেখযোগ্য। নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাসগুলোতে বিষয়গত বৈচিত্র্যতার ছাপ প্রস্ফূটিত হয়ে উঠেছে।
If you found any incorrect information please report us